রৌদ্রের বাগান - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কেন আর কান্নার ছায়ায়

অস্ফুট ব্যথার কানে কানে

কথা বলো, বেলা বয়ে যায়,

এসো এই রৌদ্রের বাগানে।

Sundor Fuler Kobita


এসো অফুরন্ত হাওয়ায়,–

স্তবকিত সবুজ পাতার

কিশোর মুঠির ফাঁকে ফাঁকে

সারাটা সকাল গায়ে গায়ে

যেখানে টগর জুঁই আর

সূর্যমুখীরা চেয়ে থাকে।

Surjomukhi o Chorakabita


এসো, এই মাঠের উপরে

খানিক সময় বসে থাকি,

এসো, এই রৌদ্রের আগুনে

বিবর্ণ হলুদ হাত রাখি।

এই ধুধু আকাশের ঘরে

এমন নীরব ছলোছলো

করুণাশীতল হাসি শুনে

ঘরে কে ফিরতে চায় বলো।


এই আলো-হাওয়ার সকাল–

শোনো ওগো সুখবিলাসিনী,

কতদিন এখানে আসিনি,

কত হাসি কত গান আশা

দূরে ঠেলে দিয়ে কতকাল

হয়নি তোমায় ভালোবাসা।

Rodrer Bagane amar Surjomukhi fuler bahar



কেন আর কান্নার ছায়ায়

অস্ফুট ব্যথার কানে কানে

কথা বলো, বেলা বয়ে যায়,

এসো এই রৌদ্রের বাগানে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন